ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেদারল্যান্ডে ১০ কোটি ৬০ লাখেরও বেশি ইউরো সংগ্রহ করা হয়েছে। সোমবার ত্রাণ সংগ্রহ গ্রুপ একথা জানায়। খবর এএফপি’র।
রেডক্রস ও ইউনিসেফ নেদারল্যান্ডসহ এ অর্থ সংগ্রহের কাজে নিয়োজিত ১১টি মানবিক গ্রুপের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দিবসের এই পদক্ষেপ শেষে হিসাব করে দেখা যায় মোট ১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ইউরো সংগ্রহ হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনকে সহায়তায় এ অর্থ সংগ্রহ অব্যাহত থাকবে। এক্ষেত্রে গত ১ মার্চ থেকে অনুদান নেয়া শুরু করা হয়।
সংগঠনগুলো জানায়, ‘৭৫ লাখ শিশুসহ ইউক্রেনের কোটি কোটি মানুষের জন্য এ যুদ্ধ পরিস্থিতি একেবারে উদ্বেগজনক।’
তারা জানায়, ‘এ অর্থ উত্তোলন করে তাদেরকে হাসপাতাল সেবা, খাদ্য, আশ্রয় ও মানসিক সহায়তার মতো জীবন রক্ষাকারী জরুরি ত্রাণ দিয়ে সহায়তা করা যেতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১০ কোটি ছয় লাখ ইউরোর মধ্যে ডাচ সরকারের দেড় কোটি ইউরো অন্তর্ভূক্ত রয়েছে।