ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিল পূর্ব ইউরোপের দেশটির আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়া। কিন্ত সেটি নিতে এখনো তারা ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বিবিসি।
মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ অর্জন করতে ব্যর্থ হয়েছে রাশিয়া। তারা এখন মূলত নিজেদের আকাশসীমা থেকে উৎক্ষেপণ করা স্ট্যান্ড-অফ অস্ত্রের উপর নির্ভর করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, সংঘাতের শুরুর দিক থেকে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়া। তারা এখনো সেটি করতে ব্যর্থ হচ্ছে। যা মস্কোর উদ্দেশ্যকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে।