ইউক্রেন যুদ্ধ জ্বালানি, খাদ্য, মুদ্রাস্ফীতি এবং দারিদ্রের ওপর ব্যাপক অর্থনৈতিক প্রভাব ফেলছে। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট (ইবিআরডি) এ কথা বলেছে।
পূনর্গঠন এবং উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংক ইবিআরডি’র প্রধান অর্থনীতিবিদ বিটা জাভরসিক এই অর্থনৈতিক বিরূপ প্রভাব সম্পর্কে এএফপিকে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমনের পর থেকে এ পর্যন্ত ৩০ লাখের বেশী শরণার্থী পালিয়ে এসেছে।
লন্ডন ভিত্তিক ইবিআরডি থেকে “রেজিলেন্স প্যাকেজের” আওতায় বিশ্বব্যাপী ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ইউক্রেনের জন্য ২ বিলিয়ন ইউরো সহ (২.২ বিলিয়ন ডলার) বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে, কিন্তু এখনো সংঘাতের অবসান হয়নি।
এই সংকটে সরবরাহ আতঙ্কে পণ্য মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, ইতোমধ্যেই তা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বেড়েছে।
এএফপি’র এক প্রশ্নের জবাবে বিটা জাভরসিক বলেন, এই যুদ্ধ কত দিন দীর্ঘস্থায়ী হবে তার ওপরই এর ক্ষতি হিসাব নির্ভর করছে। ইউক্রেন সরকার বলেছে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামো পুন:নির্মানে ১০০ বিলিয়ন ডলার লাগবে। যা দেশটির জিডিপি’র দুই তৃতীয়াংশ।