ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত একজন প্রাণ হারিয়েছে। নগরীর মেয়র এ কথা জানান।
বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক জানান, রোববার দিন শেষে এ গোলাবর্ষণের পর শপিং মল থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, এ পর্যন্ত একজন নিহত হয়েছে।
ফেসবুকে জরুরি সেবা সংস্থা বলেছে, শত্রুপক্ষের গোলা হামলায় নগরীর উত্তরপশ্চিমাঞ্চলীয় পডিলস্কি জেলার একটি শপিং মলের কয়েকটি ফ্লোরে আগুন ধরে যায়।
অগ্নিনির্বাপক কর্মীরা অন্তত একজনের লাশ উদ্ধার করে।
রুশ বাহিনী গত সপ্তাহে কিয়েভে একের পর এক হামলা চালায়। তবে চলতি সপ্তাহে কিয়েভ অভিমুখে রাশিয়ার অগ্রগতি থমকে গেছে। তারা উত্তরপশ্চিম এবং পূর্বে বিক্ষিপ্ত যুদ্ধে লিপ্ত রয়েছে।