দক্ষিণ কোরিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ৩ লাখ ৪৭ হাজার ৫৫৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার ৪২৮ জনে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ কথা জানায়।
কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) জানায়, পূর্ববর্তী ২৪ ঘন্টার চেয়ে এই সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২১৩ জন বেশি।
ওমিক্রন ভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে সম্প্রতি সিউল মেট্রোপলিটন এলাকায় এই সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ৭৮ জন সিউলের বাসিন্দা, গিওনগি প্রদেশের ৮৮ হাজার ৬৯৫ জন এবং পশ্চিমাঞ্চলীয় ইনচিওন বন্দর নগরীর ১৮ হাজার ৮২৬ জন আক্রান্ত হয়েছে।
মেট্রোপলিটন এলাকার বাইরেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, এই সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯১৪ জন, বা মোট স্থানীয় সংক্রমণের ৫০ শতাংশ। নতুন করে ২৩৭ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৩ জনে।