ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত এক হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এক মাসের অধিক সময় ধরে চলা এই অভিযানে এক হাজার ৮৬০ জন আহত হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির বিবৃতির বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বিস্ফোরণের কারণেই অধিকাংশ মৃত্যু হয়েছে। বিশেষ করে যেসব বিস্ফোরণ বেশী জায়গায় বিস্তৃত হয়েছে তাতে মৃত্যুও বেশি হয়েছে। তাছাড়া ভারী আর্টিলারি, রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র ও এয়ার স্ট্রাইকের কারণেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৫৫ শিশু, ১৭২ নারী, ৪৯ কিশোর-কিশোরী, ২৩৬ পুরুষ শনাক্ত করা গেছে। এছাড়া ৬৬৭ জনের মরদেহ পাওয়া গেলেও তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।