মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়ায় বন্দী সাবেক মার্কিন মেরিনের পিতামাতার সাথে সাক্ষাৎ করেন এবং তার ‘দুঃসহ’ বন্দী জীবনের অবসানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। হোয়াইট হাউস এ কথা জানায়।
২০১৯ সালে মাতাল অবস্থায় এক পুলিশ অফিসারের ওপর হামলার দায়ে অভিযুক্ত হওয়ার পর মার্কিন নাগরিক ট্রেভর রিড মস্কো থেকে প্রায় ৫শ’ কিলোমিটার (৩০০ মাইল) দক্ষিণ-পূর্বে একটি পেনাল কলোনিতে নয় বছরের কারাদন্ড ভোগ করছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আজ অন্যায়ভাবে রাশিয়ায় আটক ট্রেভরের বাবা-মা জোই এবং পলা রিডের সাথে দেখা করেছেন।’
‘তাদের সাথে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রেভর, পল হুইলান এবং রাশিয়া ও অন্য কোথাও অন্যায়ভাবে আটক অন্যান্য আমিরিকানদের মুক্তির জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’
‘আমরা ট্রেভরের অনুপস্থিতিতে তার পরিবার এবং বন্ধুদের সকলের দুঃসহ বেদনা অনুভব করছি, আমরা এ অবস্থার অবসানে প্রতিশ্রুতিবদ্ধ।’
রিডের একজন মুখপাত্র মঙ্গলবার টুইটারে বলেছেন, সাবেক মেরিন রিড বন্দী অবস্থায় অনশন ধর্মঘট করেছেন এবং আইসোলেশন সেলে একাকীত্ব ভোগ করছেন।
রিড গত ৪ নভেম্বর অনশন ঘোষণা করেছিলেন, যা দুই সপ্তাহ ধরে চলেছিল। জেলের নিয়ম ভঙ্গ করার অভিযোগে বারবার তাকে আইসোলেশন সেলে রাখা হয়। তিনি এ সব অভিযোগ অস্বীকার করেছেন। রাশিয়ার ইউক্রেন দখলের পর থেকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।