ইউক্রেনের অবরুদ্ধ মারিওপোল এলাকা থেকে তিন হাজারেরও বেশি লোক পালিয়েছে। বাস ও ব্যক্তিগত গাড়ি করে এসব লোক মারিওপোল ছাড়ে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা জানান। এদিকে বিধ্বস্ত এই এলাকা থেকে নতুন করে আরো লোক সরিয়ে নিতে রেডক্রস উদ্যোগ নিয়েছে।
রুশরা কয়েক সপ্তাহ ধরে মারিওপোল নগরীতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এতে নগরীর অন্তত পাঁচ হাজার বাসিন্দা প্রাণ হারিয়েছে। এছাড়া এক লাখ ৬০ হাজারেরও বেশি লোক খাবার, পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
শনিবার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা ৬ হাজার ২৬৬ জনকে উদ্ধারে সমর্থ হয়েছি। এর মধ্যে মারিওপোল থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার ৭১ জন।
বেশ কিছু সংখ্যক বাস এবং ব্যক্তিগত গাড়ি করে মারিওপোল থেকে এসব লোককে সরিয়ে আনা হয়।
এদিকে রেডক্রস শুক্রবার লোকজনকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। শনিবার সংস্থাটি আবারো উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে।
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর মধ্যে ভিডিও কনফারেন্স পুনরায় শুরু হয়েছে। কিন্তু ক্রেমলিন সতর্ক করে বলেছে, জ্বালানি মজুদের ওপর হেলিকপ্টার হামলার কারনে আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে বেলগোরোদে রাশিয়ার জ্বালানি মজুদ কেন্দ্রে হেলিকপ্টার যোগে হামলা চালানো হয়।