গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে একটি সামরিক ক্যাম্প বারে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। দেশটির একজন মন্ত্রী এ কথা জানান। খবর এএফপি’র।
টুইটার দেয়া এক বার্তায় টেলিযোগাযোগমন্ত্রী প্যাট্রিক মুয়ায়া বলেন, ‘নর্থ কিভুর সামরিক গভর্নর গোমার কাতিন্দো সামরিক ক্যাম্পের একটি বারে বিস্ফোরণের কথা মাত্রই আমাদের জানালেন।’
তিনি আরো বলেন, এ ঘটনায় ‘প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে আটজন নিহত এবং তিনজন আহত হওয়ার কথা জানানো হয়। এ ব্যাপারে সামরিক বাহিনী ইতোমধ্যে তাদের প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে।’