ব্রুকলিন সাবওয়েতে হামলা চালানো ব্যক্তিকে ধরতে পুলিশ মঙ্গলবার জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
যাত্রী বোঝাই সাবওয়ে ট্রেনে আকস্মিক হামলায় ১০জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, আহতদের কারো জীবন হানির শংকা নেই।
এছাড়া পুলিশ এটিকে সন্ত্রাসী কাজ হিসেবেও বিবেচনা করছে না।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার কিচ্যান্ট সিওয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, ট্রেনটি থার্টি সিক্সথ স্ট্রিট স্টেশনে ঢোকার পরপরই সন্দেহভাজন বন্দুকধারী গ্যাস মাস্ক পরে। সে দুটি ক্যানিস্টার খুলে পুরো সাবওয়েজুড়ে ধোঁয়া ছড়িয়ে দেয়। এরপর পর সে একাধিক যাত্রী লক্ষ্য করে হামলা চালায়।
এ হামলায় ১০ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো ১৩ জন স্টেশন থেকে বেরুনোর চেষ্টায় কিংবা ধোঁয়ায় নি:শ্বাস আটকে আহত হয়েছে।
পুলিশ বলছে, তারা সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় প্রথমেই যারা আহতদের সেবায় এগিয়ে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা হাল ছাড়বো না।
ব্রুকলিনের এ ঘটনার মাত্র একদিন আগে বাইডেন দেশটির বন্দুক ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন।
উল্লেখ্য, দেশটিতে অস্ত্র বিক্রি অব্যাহতভাবে বেড়েই চলেছে।