পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে মঙ্গলবার ভøাদিমির কারা-মুর্জাকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি সম্প্রতি ক্রেমলিন ও ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন। তার আইনজীবী এএফপি’কে একথা জানান। খবর এএফপি’র।
আইনজীবী ভাদিম প্রখোরভ বলেন, ‘মস্কোর খামোভনিচেস্কি জেলা আদালত পুলিশের নির্দেশ অমান্য করার দায়ে কারা-মুর্জাকে দোষী সাব্যস্ত করে এবং তাকে সর্বোচ্চ ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।’
প্রখোরভ আরো জানান, পুলিশের প্রতিবেদনে বলা হয় যে ৪০ বছর বয়সী কারা-মুর্জা সোমবার সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে পুলিশকে অপেক্ষা করতে দেখে অদ্ভুত আচরণ এবং পালানোর চেষ্টা করেন।
ওই আইনজীবী বলেন, পুলিশ কেন সেখানে অপেক্ষা করছিল আদালতে সে ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
তিনি আরো বলেন, এ মানবাধিকার কর্মী সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন।
প্রখোরভ বলেন, ‘অবশ্যই এটি রাজনীতির সাথে যুক্ত। তাকে বন্দি রাখার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।’
সাবেক এ সাংবাদিক রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস সেমস্তভের একজন ঘনিষ্ঠ সহযোগি ছিলেন। তিনি ২০১৫ সালে ক্রেমলিনের কাছে নিহত হন।
কারা-মুর্জা দাবি করে বলেন, তার রাজনৈতিক কর্মকান্ডের কারণে ২০১৫ ও ২০১৭ সালে তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।