ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোল করে ক্যারিয়ারর শততম আন্তর্জাতিক ম্যাচ উদযাপন করলো দক্ষিন কোরিয় সুপার স্টার সন হিউং-মিন। সোমবার বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ১০ জনের চিলিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক দক্ষিন কোরিয়া। ম্যাচে ফ্রি কিক থেকে গোল করেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট বিজয়ী টটেনহ্যাম হটস্পার্স তারকা সন।
দায়েইওন বিশ্বকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের হয়ে অপর গোলটি করেছেন পুর্ব এশীয় দেশটির আরেক প্রিমিয়ার লিগ তরকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হোয়াং হি-চ্যান।
ম্যাচের শুরুতে অবশ্য বেশ কয়েকটি বিপদ কাটিয়েছে দক্ষিন কোরিয়া। এই সময় চিলির আক্রমন ভাগ চেপে ধরেছিল কোরিয়ানদের। ফলে বেশ কিছুক্ষন বল  কোরিয় সিমানাতেই  থেকে যায়। তবে ম্যাচের ১২ তম মিনিটে সেখান থেকে বেরিয়ে আসে স্বাগতিকরা। বাঁ পায়ের জোড়ালো শটের বল দিয়ে ফার্নান্দো ডি পলকে পরাস্ত করেন হোয়াং।
পিছিয়ে পড়ার পর ফের আক্রমনে ঝাপিয়ে পড়ে চিলি। বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমন রচনা করে তারা। এ সময় পোস্টের বেশ কাছে গিয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন মার্সেরিনো নুনেজ ও দিয়েগো ভ্যালেন্সিয়া। বিরতিতে যাবার আগমুহুর্তে চিলিকে সমতায় ফেরানোর আরো একটি চমৎকার সুযোগ পেয়েছিলেন বেঞ্জামিন ব্রেরেটন দিয়াজ। কিন্তু তার নেয়া শটের বল বাঁ পোস্টের কাছে এসেই বাঁক নিয়ে অন্যত্র চলে যায়।
দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথমার্ধের সেই আগ্রাসী রূপ ধরে রাখতে পারেনি চিলি। ম্যাচের ৫২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার অ্যালেক্স ইবাকাচে মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনের দলে পরিণত হয় তারা। একজন খেলোয়াড় কম থাকার পরও গোল পরিশোধে প্রাণপন লড়াই করেছে সফরকারীরা। ম্যাচের বয়স যখন ঘন্টার কাটায়, তখন দিয়াজের একটি হেডের বল জালে জড়ালেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে।
ম্যাচের ৬৬ তম মিনিটে সন কোরিয়াকে প্রায় দ্বিগুন ব্যবধানে পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু বক্সের ভেতর থেকে তার বাঁ-পায়ের শটের বলটি অল্পের জন্য বার ঘেষে বাইরে চলে যায়। ৭ মিনিট পর দিয়াজ চিলির হয়ে আরো একবার চেস্টা করেছিলেন। তবে এবার তার শটটি ছিল বেশ দুর্বল। যেটি সহজেই লুফে নেন কিম সেউং-গিউ। শেষ পর্যন্ত অবশ্য নিজের শততম ম্যাচকে ৪২ হাজার দর্শককে উদযাপনের সুযোগ করে দিতে পেরেছেন সন। ৯০তম মিনিটে বক্সের বাইরে থেকে তার নেয়া ফ্রি কিকের বল আশ্রয় নেয় চিলির পোস্টে। ফলে ২-০ গোলের জয় নিশ্চিত করে দক্ষিন কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat