পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অ্যাসোসিয়েশন অব ফর্মার বিসিএস অম্বাসেডোর্ড (এওএফএ) সদস্যদের সাথে নিয়ে আজ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা বাংলাদেশের স্থপতি জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।
মন্ত্রী ও রাষ্ট্রদূতরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অ্যাম্বাসেডোর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, এওএফএ সভাপতি শমশের মোবিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল হাসান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।