ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও কল্যাণে জাতীয় ট্রেড ইউনিয়নগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে রাজধানীতে দুইদিন ব্যাপী জাতীয় ট্রেড ইউনিয়ন ঐক্য সম্মেলন-২২ শুরু হয়েছে।
আজ রাজধানীতে বিয়াম মিলনায়তনে আইটি ইউসি- বিসি কাউন্সিল এর উদ্যোগে জাতীয় ট্রেড ইউনিয়ন ঐক্য সম্মেলন শুরু হয়।
ঐক্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেক্রেটারী জেনারেল শয়া ইয়োশিদা বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও কল্যাণে জাতীয় ট্রেড ইউনিয়নগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, শক্তি ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নেই।
আইটি ইউসি- বিসির সভাপতি শাহ্ মোঃ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুননাহার ভূইয়া এমপি, আইএলও বাংলাদেশ অফিসের প্রধান কারিগরি উপদেষ্টা নিরন রাম জুথান, আইএলও দক্ষিণ এশিয়ার সিনিয়র স্পেশালিষ্ট সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক চৌধুরী আশিকুল আলম, প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ভূঁইয়া, বিলসের মহাসচিব নজরুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, শাকিল আক্তার চৌধুরী, শহিদুল্লাহ বাদল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আই টি ইউসি- বিসি’র সেক্রেটারী জেনারেল আমিনুল রশিদ চৌধুরী রিপন।
প্রধান অতিথি শয়া ইয়োশিদা আরো বলেন, করোনা মহামারির প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকটের কারণে শ্রমজীবী মানুষের জীবনে দুর্যোগ নেমে এসেছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সকল শ্রমিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের শ্রমিক সমাজকে একটি পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে মর্যাদা রক্ষার পাশাপাশি শক্তি বৃদ্ধি ও শ্রমিকদের কল্যাণ সুগম হবে।
দুইদিন ব্যাপী জাতীয় ট্রেড ইউনিয়ন ঐক্য সম্মেলনের প্রথম দিনে দেশের বর্তমান শ্রম ও শ্রমিক বিষয়ে শ্রম ও আইন বিষয়ে দুটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বুধবার কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সম্মেলন শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat