ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আখের নতুন নতুন জাত উদ্ভাবন, আখের মূল্য বৃদ্ধি ও পুঁজি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনসহ চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার নানা মুখী উদ্যোগ গ্রহণ করেছে।
আজ শুক্রবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিলবাংলা সুগার মিলস লিমিটেডের ২০২২-২৩ মাড়াই মৌসুমে (৬৫তম) মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঝিল বাংলা সুগার মিল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক  হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সদর দপ্তরের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আশরাফ আলী,  দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী অপু প্রমুখ।
ফরিদুল হক খান আরো বলেন, দেশের চিনি শিল্পের উন্নয়ন ও আখচাষীদের কল্যাণ বিবেচনায় নিয়ে সরকার মন প্রতি আখের দাম ১৪০ টাকা হতে ১৮০ টাকায় উন্নীত করা হয়েছে। এর জন্য আখ চাষীদের কোন আন্দোলন করতে হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে চিনির ব্যাপক চাহিদা থাকায় দেশের চিনি কারখানায় উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে আখ চাষীদের কাছ থেকে বেশি আখ ক্রয় করা হবে। এতে করে দেশের আখ চাষীগণ আখ চাষে অধিক হারে লাভবান হবে। এ জন্য প্রতিমন্ত্রী সুগারমিল এলাকার  কৃষকদের অধিক পরিমাণে  আখচাষের আহবান জানান।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৯৩ হাজার ১শ মেট্রিকটন আখ মাড়াই করে ৬ হাজার ৫শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে অনুষ্ঠানে  সেরা আখ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat