ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে ৪৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করলেন ১শ জন ইমাম ও মোয়াজ্জিন।সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ৭ জেলার ইমামদের নিয়ে ৪৫ দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণ কোর্স সমাপ্তি হয়েছে রোববার ২২ জানুয়ারি। এ প্রশিক্ষণ শুরু হয় ৮ ডিসেম্বর। এতে বিভাগের চার জেলা সিলেট,সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ ছাড়াও ব্রাম্মনবাড়িয়া,কিশোরগঞ্জ ও নরসিংদীসহ মোট ৭ জেলার ১শ জন ইমাম ও মোয়াজ্জিন প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
রবোবার বিকেলে ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট মিলনায়তনে এ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ইমাম ও মোয়াজ্জিনদের হাতে সনদ তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মামুনুর রশীদ।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম জানান,সরকারের ধর্ম মন্ত্রনালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে ইমাম প্রশিক্ষণ একাডেমী পরিচালিত নিয়মিত প্রশিক্ষণের এটি একটি অংশ। সারাদেশে ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমীতে একযোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতি একাডেমীতে প্রতি ব্যাচে ১শ জন করে ইমাম ও মোয়াজ্জিন অংশ নেন। এবারে প্রশিক্ষণের সমাপ্ত ব্যাচ হচ্ছে ১০৯৫ তম। আগামীকাল ২৪ জানুয়ারি শুরু হচ্ছে ১০৯৬ তম ব্যাচের প্রশিক্ষণ।
তিনি আরও জানান,দেশের প্রত্যন্ত অঞ্চলের আলেম-ওলামাদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলছে ইমাম প্রশিক্ষণ একাডেমি। শরিয়ার আলোকে দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি কৃষি, বনায়ন, স্বাস্থ্য, প্রাণীসম্পদ পালন ও মৎস্য চাষে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আর্থসামাজিক উন্নয়নে অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার। তিনি বলেন, ৪৪ বছর ধরে দেশের ইমামদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে একাডেমি। তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যৌতুক, মাদক, বাল্যবিবাহ, নিরক্ষরতা ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মোয়াজ্জিনগন সামাজিক সমস্যা মোকাবেলার পাশপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat