ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ২৩৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো কংগ্রেসের মাধ্যমে উচ্চাভিলাষী সংস্কার এগিয়ে নিতে অসুবিধার কারণে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বলার কয়েক ঘণ্টা পর বুধবার তার সাতজন মন্ত্রীর দপ্তর রদবদল করেছেন।
পেট্রো তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন, ‘আজ একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে যা সরকারের কর্মসূচিকে একীভূত করতে সাহায্য করবে।’ খবর এএফপি’র।
যাদের স্থলাভিষিক্ত করা হয়েছে, তাদের মধ্যে উদারপন্থী অর্থমন্ত্রী হোসে আন্তোনিও ওকাম্পো ও স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা কোর্চো অন্যতম।
আগের দিন, তিনজন মন্ত্রী এএফপি’কে বলেন, পেট্রো তার পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বলেছেন।
প্রায় নয় মাস ক্ষমতায় থাকার পর পেট্রো তার প্রচারে প্রতিশ্রুত শ্রম আইন, স্বাস্থ্যসেবা, পেনশন এবং বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার করতে পারেনি। মন্ত্রিসভা রদবদল পেট্রো সরকারের এযাবত কালের সবচেয়ে গুরুতর সংকট হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার, লিবারেল রক্ষণশীল দল এবং জাতীয় ঐক্যের সোশ্যাল পার্টি (ডি লা ইউ) পেট্রোর সুদূর প্রসারী সংস্কার পরিকল্পনার উপাদানগুলোতে আপত্তি জানিয়ে সরকার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট তার বিবৃতিতে, সংস্কার প্রত্যাখ্যান করার জন্য কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে বলেন, সামাজিক পরিবর্তনের এজেন্ডা নবায়নের জন্য একটি সরকার গঠন করবেন।
এদিকে  পেট্রোর প্রস্তাবিত রদবদলের বিরোধিতা বিভিন্ন রাজনৈতিক দল।
রাজনৈতিক মিত্র কংগ্রেস সভাপতি রয় ব্যারেরাস এই পদক্ষেপকে অভূতপূর্ব সংকট সৃষ্টি বলে বর্ণনা করেছেন।
সাবেক মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, মন্ত্রিসভার রদবদল অনিশ্চয়তাকে আরও গভীর করবে। কলম্বিয়ার জনগণ ইতোমধ্যে এর ভবিষ্যত সম্পর্কে অনুভব করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat