ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৬৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা থাকে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে এবং সত্যিকারের ইস্যু ছাড়া কোন আন্দোলন হয় না। 
তিনি বলেন, জনবিচ্ছিন্ন থেকে কোন দল আন্দোলন করতে পারে না। সে কারণে বিএনপির আন্দোলনের কোন ভিত্তি নেই। তারা শুধুমাত্র হাঁকডাকে সীমাবদ্ধ থাকে।
আজ চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গনি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের রানার্স আপ দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যারা অতীতে গণতন্ত্রকে হত্যা করেছে, স্বৈরশাসন ও কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে- তাদের হাতে কখনো গণতন্ত্র নিরাপদ নয়, ছিলোও না। 
বর্তমান সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে- উল্লেখ করে তিনি বলেন, সুস্থ মন ও সুস্থ দেহের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা প্রতিটি বিদ্যালয়ে চলমান রাখতে হবে। 
বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা চাঁদপুরের জন্য একটি গৌরব অর্জন করেছো। তোমাদের সকলের জন্য একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করা হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নকীবুল ইসলাম চৌধুরী ও বিদ্যালয় প্রধান শিক্ষক  মোঃ আব্বাস উদ্দিন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. রনজিত রায় চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টে গণি মডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat