শোকাবহ ১৫ আগস্ট স্মরণে আগস্টের প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা একাত্তর নেতৃবৃন্দ। আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় আমরা একাত্তরের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান, প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী, কেন্দ্রিয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আমরা একাত্তরের কেন্দ্রিয় সমন্বয়ক শরীফুল ইসলাম জুয়েল, নেয়ামত আলী খোকন, সদস্য গোলাম সুলতান আহমেদ ও পরিমল চন্দ্র শীল উপস্থিত ছিলেন।
এর আগে নেতৃবৃন্দ ইস্টার্ন প্লাজায় সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। জাতির পিতার নৃশংস প্রয়াণের ৪৮ বছর উপলক্ষে সংগঠনটি আগস্টজুড়ে দেশব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ তারা শ্রদ্ধা নিবেদন করেন।
আমরা একাত্তরের চেয়ারপারসন মাহবুব জামান বলেন, শোকাবহ আগস্ট স্মরণে আগামী ৫ আগস্ট সংগঠনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা ও তার স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এছাড়াও এ উপলক্ষে দেশব্যাপি আলোচনা, স্মৃতিচারণ ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।