• প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গণের উন্নয়নের ধারা সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল। তিনি ছিলেন বিনয়ী এবং প্রতিভাবান।
আজ সকাল সাড়ে ১০টার দিকে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে শেখ কামালের জন্মদিনে অনুষ্ঠিত স্মৃতিচারণে বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজিত সভায় বক্তারা বলেন, ঘাতকের বুলেটের আঘাতে আগস্ট মাসেই নিস্তব্ধ হয়েছিল এ জাতির এক সূর্যসন্তান শেখ কামাল। এদেশকে অন্ধকারে ঠেলে দিতে ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুমাতাসহ সেই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, শহীদ শেখ কামাল যুবসমাজের প্রেরণার উৎস। তিনি ক্রীড়াঙ্গণের বিবিধ উন্নয়নের মাধ্যমে মূলতঃ যুবসমাজকে গঠণের কাজ করেছিলেন। ঘাতকরা জানত, তাঁকে স্তব্ধ করতে পারলে ধ্বংস করা যাবে তরুণ প্রজন্মকে।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, যুবকদের সঠিক পথে ধরে রাখতে শহীদ শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্র গঠন করেছিলেন। ক্রীড়ায় বাংলাদেশের স্বপ্নপুরুষ তিনি। তাঁর জীবনাদর্শ যদি যুবসমাজ পাঠ করে, নিশ্চয়ই সঠিক ধারা ধরে থাকতে পারবে।
স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, শেখ কামালকে বলা হয় তারুণ্যের অনুপ্রেরণা। ক্রীড়াসহ বিভিন্ন অঙ্গণে তিনি প্রতিভার সাক্ষর রেখে গেছেন।
স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) অভিষেক দাশ বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াকে সামনে এগিয়ে নেওয়ার পথ দেখিয়েছেন।
আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজগর আলী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেইন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ব্যবসায়ী জাফর উদ্দিন, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, আরবান ইয়ূথ সোসাইটির কর্ণধার লিয়াকত আলী আরমান, পরিবেশ ক্লাব প্রতিনিধি।
এতে অংশ নেন, জেলা কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষাবিধ, শিক্ষার্থী।
এর আগে জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিতিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat