কিছুদিন আগেই একটি শো করতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন ‘সারেগামাপা’ খ্যাত সঙ্গীতশিল্পী নোবেল। এবার আবার নতুন করে বিতর্কে জড়ালেন নোবেল। সম্প্রতি গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে পোস্ট করা হয়েছে বেশ কিছু অশ্লীল ছবি ও ভিডিও।
নোবেলের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া অশ্লীল ছবি ও ভিডিও এবং জুয়ার সাইটের বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে তার ভক্তদের একাংশের বক্তব্য, হয়তো কেউ হ্যাক করেছেন নোবেলের ফেসবুকের পেজ। আবার কারও দাবি, বিষয়টা একেবারেই তা নয়। নোবেলই হয়তো এমনটা করেছেন।
ফেসবুক পেজ হ্যাক করে এসব করা হচ্ছে বলে দাবি করেছেন নোবেল নিজে। তিনি বলেন, ‘আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই এটার দখল পেয়ে যাবো।’