মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত একটি বিমান সংস্থা আগামী মাসে মিয়ানমার এবং রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর নোভোসিবিরস্কের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে চলেছে।
মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (মাই) ইয়াঙ্গুন এবং মান্দালে থেকে রাশিয়ার নোভোসিবিরস্ক শহরে সরাসরি ফ্লাইট চালু করবে। নোভোসিবিরস্ক রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং পারমাণবিক শক্তি ও প্রযুক্তির একটি প্রধান কেন্দ্র। ৫ সেপ্টেম্বর থেকে এই ফ্লাইট চালু হবে এবং জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৯ ডলার।
মাই-এর মালিক অং অং জাও সাধারণ জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর আন্তর্জাতিক ভ্রমণের পৃষ্ঠপোষকতা করে থাকেন। মিয়ানমারে অভ্যুত্থানের পর রাশিয়া হলো একমাত্র দেশ যেখানে মিন অং হ্লাইং বিনা বাধায় সফর করতে পারেন। আবার জান্তা সরকারের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশও রাশিয়া।
সরাসরি রাশিয়ায় ফ্লাইটটি চালু হলে এশিয়ার বাইরে এটিই হবে মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে মিয়ানমারের জান্তা এবং রাশিয়ার সরকার রাজনীতি, কূটনীতি এবং পারমাণবিক প্রযুক্তি, অস্ত্র সরবরাহ থেকে শুরু করে শিক্ষা এবং স্বাস্থ্য পর্যন্ত একাধিক খাতে সহযোগিতা প্রতিষ্ঠার পাশাপাশি উৎসাহ দিয়েছে।
সরাসরি ফ্লাইট দুটি রাষ্ট্রের মধ্যে সহযোগিতার একটি নতুন পদক্ষেপ হতে যাচ্ছে। গত বছর মিয়ানমারের জান্তা এবং রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক কর্পোরেশন রোসাটমের মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়েছিল। সে অনুযায়ীই এই ফ্লাইট চালু হবে।
মিন অং হ্লাইং-এর রাশিয়া সফরের প্রায় এক বছর পরে ফ্লাইটটি চালু হতে যাচ্ছে। মস্কো সফরে তিনি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন এবং পর্যটনের প্রচারের জন্য সরাসরি ফ্লাইট নিয়ে আলোচনাও করেছিলেন।
অ্যাডভোকেসি গ্রুপ জাস্টিস ফর মায়ানমার (জেএফএম) এর একজন মুখপাত্র মা ইয়াদানার মং দ্য ইরাবতীকে বলেছেন, ‘মাই হচ্ছে মিয়ানমারের সামরিক জান্তার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। মাই এবং মায়ানমার এয়ার ফোর্স যৌথভাবে বিমান ব্যবহার করে থাকে।’