এক সময় বিয়ের নাম শুনলেই গায়ে জ্বর আসত বলিউড অভিনেতা টাইগার শ্রফের। প্রত্যেক বারই অভিনেত্রী দিশা পাটানির দেওয়া বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন অভিনেতা। সেই কারণেই নাকি ভেঙে যায় দিশা-টাইগারের ৬ বছরের সম্পর্ক।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দিশার সঙ্গে সম্পর্ক ভাঙার রেশ কাটতে না কাটতেই জীবনে বসন্তের ছোঁয়া টাইগারের। ফের প্রেমে পড়েছেন ‘বাগী’ খ্যাত অভিনেতা। শোনা যাচ্ছে, এবার জ্যাকি-পুত্রের জীবনে নতুন দিশার আগমন ঘটেছে। নাম দিশা ধানুকা। একে অপরকে সাহায্য করছেন তারা। দিশাকে শরীরচর্চার ক্ষেত্রে সাহায্য করছেন টাইগার। অন্যদিকে অভিনেতাকে গল্প বাছাইয়ের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছেন দিশা।
দিশার পরিচয় নিয়ে ইতিমধ্যেই বলিউডের অন্দরে আলোচনা শুরু হয়েছে। তিনি একটি নামী প্রযোজনা সংস্থার উচ্চ পদে রয়েছেন। এছাড়াও নতুন প্রতিভা খোঁজা, সিনেমার প্রচারের দায়িত্ব সামলানোর মতো গুরুদায়িত্ব রয়েছে টাইগারের চর্চিত প্রেমিকা দিশার উপর।
খানিকটা নিজের কেরিয়ারের কথা ভেবেই কি এই সম্পর্কে জড়ালেন টাইগার! যদিও করণ জোহরের চ্যাট শোয়ে এসে অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি এখনও কারও সঙ্গে সম্পর্কে নেই। তবে সন্ধানে রয়েছেন।