১৪ আগস্ট ইরানের শিরাজ শহরের পবিত্র শাহ চেরাগ মাজারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি এক বছরের মধ্যে একই মাজারে দ্বিতীয় হামলা, যাতে দুই নিরপরাধের জীবনহানী এবং অনেকে আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, বাংলাদেশ নিরীহ ভক্তকুল এবং ধর্মীয় স্থানের উপর হামলাকে নির্বুদ্ধিতা ও কাপুরুষতাপূর্ণ কাজ বলে মনে করে এবং এই ধরণের জঘন্য হামলার বিরুদ্ধে ইরানের জনগণের সাথে সংহতি প্রকাশ করে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার শোকাহত পরিবার এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।