যশোর-বেনাপোল মহসড়কের ঝিকরগাছায় গাছের ডাল ভেঙ্গে বাসের ছাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- যশোর উপশহর ডি-ব্লকের মোহাম্মদ সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনসুর
আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে বেনাপোল থেকে একটি কাভার্ডভ্যান যশোরের দিকে যাচ্ছিলো। কাভার্ড ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী
যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পুরাতন মরা কড়ই গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় মরা কড়ই গাছের উপরের ডাল ভেঙ্গে যাত্রীবাহী বাসের ছাদের ওপর পড়লে ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত শিমুল হোসেনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরো ৫ যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন ভক্ত জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।