ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৭৭০২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ব্যাটার শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে এক ম্যাচ বাকী রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন  ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক ভারতয়ি ক্রিকেট দল।  
গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত বৃষ্টি আইনে ৯৯ রানে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়াকে। গিল ১০৪ ও আইয়ার ১০৫ রান করেন। 
ইন্দোরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। চতুর্থ ওভারে নামের পাশে ৮ রান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ঋুতুরাজ গায়কোয়াড়। এরপর দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের উপর ব্যাট হাতে তান্ডব চালান ওপেনার গিল ও তিন নম্বরে নামা আইয়ার। ১৬৪ বলে ২০০ রানের জুটি গড়েন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে এটিই ভারতের সর্বোচ্চ রান । 
ওয়ানডে ক্যারিয়ারে গিল ষষ্ঠ ও আইয়ার তৃতীয় সেঞ্চুরি করেন। ১১টি চার ও ৩টি ছক্কায় ৯০ বলে ১০৫ রান করা আইয়ারকে থামিয়ে জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়ার পেসার সিন অ্যাবট। ৬টি চার ও ৪টি ছক্কায় ৯৭ বলে ১০৪ রান করা গিল শিকার হন  ক্যামেরন গ্রিনের শিকার হন গিল। 
২৪৩ রানের মধ্যে গিল-আইয়ার ফেরার পর ভারতকে রানের পাহাড়ে বসিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ৩টি করে চার-ছক্কায় ৩৮ বলে ৫২ রান করেন রাহুল। ৩৭ বল খেলে ৬টি করে চার-ছক্কায় অপরাজিত ৭২ রান করেন সূর্য। ৫০ ওভারে ৫ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নর্বোচ্চ দলীয় ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। অস্ট্রেলিয়ার গ্রিন ১০৩ রানে ২ উইকেট নেন। পুরো ইনিংসে ১৮টি ছক্কা মারেন ভারতীয় ব্যাটাররা। সেই সুবাদে ওয়ানডেতে প্রথম দল হিসেবে ৩ হাজার ছক্কা মারার রেকর্ড গড়লো ভারত। 
৪শ রানের টার্গেটে শুরুতেই ৯ রানের মধ্যে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৯ ওভারে ২ উইকেটে ৫৬ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এতে ৩৩ ওভারে ৩১৭ রানের নতুন টার্গেট পায় অসিরা। 
নতুন টার্গেটে তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ২৮ দশমিক ২ ওভারে ২১৭ রানে অলআউট হয় অসিরা। ডেভিড ওয়ার্নার ৫৩ ও আট নম্বরে নামা অ্যাবট ৩৬ বলে ৫৪ রান করেন। ভারতের দুই স্পিনার রবীচন্দ্রন অশি^ন ও রবীন্দ্র জাদেজা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আইয়ার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat