• প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৮০২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তিসহ সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর ৫৭ শিক্ষার্থীর হাতে সোমবার তুলে দেওয়া হলো ৬ লাখ ৪৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি।
স্থানীয় উন্নয়ন সংস্থা "জাকস ফাউন্ডেশন" দুপুরে ওই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ( এমআরএ) ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের ( পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানে ১৮ জনকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও ৩৯ জন সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীকে ওই বৃত্তি প্রদান করা হয়। জাকস ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
 সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) মো. রফিকুল ইসলাম বাদসা, পরিচালক (প্রশাসন) মর্তুজা আক্তার বানু, জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সাংবাদিক আলমগীর চৌধুরী। 
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- জাকিয়া সুলতানা ও আলমগীর কবির। পরে জেলা প্রশাসক ২৭ জন ছাত্র ও ৩০ জন ছাত্রীর হাতে ৬ লাখ ৪৮ হাজার টাকার চেক তুলে দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat