ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৭৯১১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিরাপদ ও সুস্থ পৃথিবীর জন্য ভ্যাক্সিন প্রযুক্তির উন্নয়নে বিশ^বাসীর একযোগে কাজ করতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশের জন্য নিজ দেশে ভ্যাক্সিন উৎপাদন কার্যক্রম শুরু করা এবং উৎপাদন কারখানা তৈরি করা অত্যন্ত ফলপ্রসূ কাজ হবে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিপি) আয়োজিত ৫- ৮ অক্টোবর চারদিন ব্যাপি ভ্যাক্সিন বিষয়ক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বিশে^ যুগে যুগে বিভিন্ন মহামারীতে মানুষের প্রভূত ক্ষতির নানাদিক তুলে ধরেন। বাংলাদেশের মত বিশে^র অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ অন্যান্য অর্থনৈতিক সংস্থার সহযোগিতার হাত প্রসারিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এসব দেশে মুক্ত মনে অর্থায়ন করতে হবে। 
স্বাস্থ্যমন্ত্রী করোনা মহামারীতে গোটা বিশে^র বহু মানুষের প্রাণহানিসহ ক্ষতিকর দিকগুলো এবং বাংলাদেশ করোনা মোকাবিলায় কীভাবে বিশে^ সফল হয়েছে সে বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, করোনা দুর্যোগে সঠিক সময়ে সঠিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে বিরাট ভূমিকা রেখেছেন। 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুর প্রসারি নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে বাংলাদেশ এখন অর্থনীতিতে বিশ^বাসীর দৃষ্টি আকর্ষণ করছে। তিনি বলেন, দেশে গঠনমূলক কার্যকলাপ চলমান থাকায় করোনার মতো মহামারীতে একযোগে একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দ্রুততম সময়ে দেশের ৯০ ভাগ মানুষকে টিকা দেয়ার কারণে বাংলাদেশ এখন একটি নিরাপদ দেশ হিসেবে বিশে^ জায়গা করে নিয়েছে।
সম্মেলনের স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকার সেক্টর গ্রুপের উপ-মহাপরিচালক ড. সাংসুপ রা। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিঙ্গাপুরের ডিউক এনইউএস মেডিকেল স্কুলের নির্বাহী পরিচালক অধ্যা: জন সিডব্লিউ লিম, এডিবি’র সেক্টরগ্রুপ পরিচালক ড. প্যাট্রিক এল অসেউই। সম্মেলনে মূল প্রবন্ধ তুলে ধরেন ভারতের অলকা উপাধ্যায়। সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন আমেরিকান ভ্যাক্সিন প্রকল্প পরিচালক ড. লরা মার্টিন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat