ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৬৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত।
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত যুক্তরাষ্ট্রের (মার্কিন) প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাথে বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত।’
কামাল আরো বলেন, আমাদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আমি মনে করি, তাদের (বিএনপি) প্রতিনিধিরা নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে-একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠান।’
জাতিসংঘের প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের আশ্বস্ত করেছি যে আমাদের প্রশিক্ষিত ও দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী প্রার্থীদের যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম হবে।’
কামাল আরো বলেন, “আমি তাদের (পর্যবেক্ষক দল) বলেছি, আমাদের মিডিয়ার লোকজন সম্পূর্ণ স্বাধীন। তারা যেকোনো সময় যেকোনো সংবাদ প্রকাশ করে। আমরা কারো কণ্ঠরোধ করি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ৩ হাজারের বেশি দৈনিক পত্রিকা আছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই। সেখানে বিভিন্ন ধরনের খবর প্রচার করা হয়। সবাই জানে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবে।’
সফররত মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হুগস্টা, বনি গ্লিক, জামিল জাফর ও জোহানা কাও, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন আবদুল্লাহ ও মনপ্রীত সিং আনন্দ।
ব্রিফিংকালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিএল-আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. মনিরুল ইসলাম, এডিশনাল আইজিপি মো. কামরুল আহসান ও অতিরিক্ত সচিব টিপু সুলতানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামাল আরো বলেন, ‘আমেরিকান প্রাক-মূল্যায়ন দল আমাদের ভূমিকা, দায়িত্ব, কার্যক্রম এবং নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সম্পর্কে জানতে চেয়েছিল। ইসির (নির্বাচনের সময়) সমন্বয়ের বিষয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেছি।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
বীর মুক্তিযোদ্ধা কামাল বলেন, তাদের (মার্কিন দলের) মূল লক্ষ্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা।
মন্ত্রী আরো বলেন, তারা যা জানতে চেয়েছেন তা তিনি জানিয়েছেন।
মার্কিন প্রতিনিধি দল শনিবার ঢাকায় পৌঁছেছে এবং নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ন করতে ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।
ইতোমধ্যে আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat