ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৫৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার ফুলগাজীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার ফুলগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হন ফুলগাজী সদর ইউনিয়নে বসবাসরত ভাতাভোগীরা। ব্যতিক্রমী এ আয়োজনে এসে ভাতাভোগীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার। সভা উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন করিম। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এহসানুল কবির।
সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগের অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অর্থাৎ, প্রান্তিক মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ভাতা কর্মসূচি। ফেনীতে লক্ষাধিক ব্যক্তি এ মুহূর্তে ভাতা সুবিধা ভোগ করছেন। একজন বয়স্ক মানুষ যেন নিজের পরিবারে বোঝা বিবেচিত না হন, একজন সন্তানসম্ভাবা মা যেন আর্থিক অনিশ্চয়তায় না পড়েন, একজন বিধবাকে মানসিক শক্তি যোগান দিতে প্রধানমন্ত্রী এ উদ্যোগ গ্রহণ করেছেন।
সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে উক্ত ইউনিয়নের বৈরাগপুরের বিধবা ভাতাভোগী বেবি আক্তার বলেন, ভাতা পাই বলে সাহস পাই।
বয়স্ক ভাতাভোগী রহিমা বেগম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, পরিবারে আমার সন্তানের পাশাপাশি আমিও ভূমিকা রাখি। নিজেকে বোঝা মনে করি না।
ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম জানান, ইউনিয়নে ৪ হাজার ১০৮ জন ব্যক্তি ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করছেন। তাদের মধ্যে ৮৪৫জন বয়স্কভাতা, বিধবা ভাতা ৩২৩ জন, প্রতিবন্ধী ভাতা ৭০৩ জন, মাতৃত্বকালীন ভাতা ৬০জন। এছাড়া ওএমএস কার্ডধারী ৭০১ জন, টিসিবি কার্ডধারী ১ হাজার ২৩৩ জন এবং ২৪৩ জন অন্যান্য সুবিধা পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat