আজ নিজের ৫৮ তম জন্মদিনে ভক্তদের উপহার দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ ২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেলো ‘জওয়ান’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবির অধিকাংশে কাঁচি চালিয়েছিলেন পরিচালক অ্যাটলি। ওটিটিতে মুক্তি পাওয়া ভার্সনে যোগ করা হয়েছে সেই সব দৃশ্যও। ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়।
নেটফ্লিক্সে ‘জওয়ান’ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শাহরুখ খান। লেখেন, ‘জন্মদিন জওয়ানের, কিন্তু উপহার সকলের জন্য। নেটফ্লিক্সে জওয়ানের বর্ধিত কাট ইতিমধ্যেই হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে।’
এই সুখবরটি দেওয়ার ভঙ্গিতেও আনা হয়েছে দারুণ চমক। ভিডিও রিলিজ করেছে নেটফ্লিক্স। যেখানে শাহরুখ ‘জওয়ান’-এর চরিত্রেই অবতীর্ণ হয়েছেন। নেটফ্লিক্সের কর্মকর্তাকে জওয়ান শাহরুখের হুমকি, ‘‘আগামী দু’মিনিটের মধ্যে জওয়ান রিলিজ না করলে তোমার টাডুম (নেটফ্লিক্সের বিশেষ শব্দ) বাডুম হয়ে যাবে।’’ জওয়ানের ভয়ে সঙ্গে ছবিটি মুক্তি পেয়ে যায় নেটফ্লিক্সে। এবং শাহরুখ তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমার জন্মদিনে আপনাদের জন্য উপহার।’’ মজার এই নাটকীয় ভিডিওটিও যেন কোনও উপহারের চেয়ে কম নয়।
মধ্যরাতে অনুরাগীদের দেখা দিয়ে তখনই সোশ্যাল মিডিয়া এক্স (আগে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখলেন, ‘অবিশ্বাস্য! আপনারা এত রাতে এখানে এসে আমাকে শুভেচ্ছা জানান। আমি তো একজন অভিনেতা মাত্র। আমি যে আপনাদের একটু আধটু বিনোদন দিতে পারি, এর চেয়ে আর সুখের কিছু নেই। সকলের ভালোবাসার স্বপ্নে বেঁচে আছি আমি। আপনাদের সবাইকে বিনোদনের স্বাদ দিতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে দেখা হচ্ছে… পর্দায় এবং পর্দার বাইরেও।’