ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৪৫৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ শেষে আনুশকার প্রতি বিরাট কোহলির বিশেষ যত্ন নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও যেন অভিনেত্রীর দ্বিতীয়বার মা হতে চলার জল্পনা যেন আরো কিছুটা উষ্কে দিলো।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে অনন্য নজির গড়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। ওয়াংখেড়েতে ম্যাচের মাঝখানেই ড্রেসিং রুম থেকে উপরের গ্যালারিতে বসে থাকা আনুশকাকে খোঁজার চেষ্টা করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে।
গভীর রাতে হোটেল থেকে চেক-আউট করার সময় একসঙ্গে পাওয়া গেল তারকা দম্পতিকে। হোটেলের সিঁড়ি দিয়ে নামার সময় ক্যামেরাবন্দি হন তারা।
ভিডিওতে দেখা যায়, খুব আস্তে সিঁড়ি বেয়ে নামছেন আনুশকা। আলতো করে আনুশকার হাত ধরে রয়েছেন বিরাট। সিঁড়ি বেয়ে নামতে বউকে যেভাবে সাহায্য করলেন বিরাট তাতে মুগ্ধ নেটদুনিয়া। কেউ তাকে ‘পারফেক্ট জেন্টালম্যান’-এর তকমা দিলেন, কেউ আবার ‘যত্নশীল বর' আখ্যা দিলেন বিরাটকে।
এদিন ওভার সাইজ টি-শার্টে দেখা যায় আনুশকাকে। নিজের বেবি বাম্প আড়ালেই রাখলেন অতি-যত্নে। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন আনুশকা। শেষ তাকে দেখা গিয়েছে ২০১৮ সালে জিরো সিনেমায়। মেয়ের জন্মের পর একমাত্র ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং সেরেছিলেন নায়িকা, তবে এখনও মুক্তির অপেক্ষায় সেই সিনেমা। এখন দেখবার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যের অপেক্ষায় । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat