ব্রেকিং নিউজ :
দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর শিল্পকলা একাডেমিতে গণজাগরণের সংগীত ও বরিশাল বিভাগীয় সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত মোংলা ইপিজেডে চীনা কোম্পানির প্রথম কম্পোজিট কারখানা স্থাপন প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ কৃষিখাতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে : রাষ্ট্রপতি পাঁচ মাসে রপ্তানি আয় ২২২৩ কোটি ডলার সরকার কৃষিবান্ধব ও বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে : প্রধানমন্ত্রী শ্রম অধিকার নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্য সচিব ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে: তথ্যমন্ত্রী ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশে ইসির অনুমোদন রংপুর-৬ পীরগঞ্জ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকা- নিয়ে লেখা ‘মরণ সাগরপারে তোমরা অমর’ শিরোনামে পাঁচটি বইয়ের একটি ব্যতিক্রমী গুচ্ছপ্যাকেটের মোড়ক উন্মোচন করেছেন।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা গণভবনে পাঁচটি বইয়ের এই প্যাকেটের মোড়ক উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সম্পাদিত এবং জয়িতা প্রকাশনী প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী।
বইয়ের প্রস্তাবনায় তিনি বলেন, ইতিহাস বিকৃতি রোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে সরকার এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক গবেষক ব্যক্তিগতভাবে  কাজ করছেন। তিনি বলেন, ‘এই উদ্যোগগুলো প্রশংসনীয়।’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, তাঁদের তিন পুত্র-শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের ওপর পাঁচটি বইয়ের সংকলন (মরণ সাগরে তোমরা অমর) প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’ 
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এক বাক্সে পাঁচটি বই স্বল্পমূল্যে পাঠকদের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি, এই উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। আমি এই সংগ্রহের সাফল্য কামনা করছি।’ 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা ১৭ আসনের এমপি মোহম্মদ আলি আরাফাত, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মো. নজরুল ইসলাম ও জয়িতা প্রকাশনীর ইয়াসিন কবির। 
গুচ্ছপ্যাকেটের বই পাঁচটি হচ্ছে, ‘মুক্তিদাতা শেখ মুজিব’, ‘জয়তু বঙ্গমাতা’, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : আলোকিত তারুণ্যের প্রতিচ্ছবি’, ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল : তারুণ্যের দীপ্তশিখা’ ও ‘শেখ রাসেল : দূরন্ত শৈশবের প্রতিচ্ছবি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat