ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৬৭৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের লজ্জার ইতিহাস বদলাতে চান পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদ।অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।
সদ্যই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বাবর আজম তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লে পাকিস্তান  টেস্টে দলের নেতৃত্বের ভার পাওয়া মাসুদ জানিয়েছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলের ভালো করার সুর্বন সুযোগ রয়েছে। 
অস্ট্রেলিয়া সফরের জন্য দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে মাসুদ বলেন,‘ ইতিহাসে আপনার  কোন অর্জন  না থকলে  তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। আমরা পাকিস্তানের জন্য বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফলাফল করার চেষ্টা করবো।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম সিরিজে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। নয় দলের টেবিলে ভারত দ্বিতীয় ও অস্ট্রেলিয়া তৃতীয়স্থানে রয়েছে।
এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের শিরোপা এবং সদ্যই ওয়ানডে বিশ^কাপ জিতে আকাশে উড়ছে অস্ট্রেলিয়া।
১৪ ডিসেম্বর থেকে পার্থে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিলো পাকিস্তান। ঐ সিরিজে খেলেছিলেন মাসুদ।
দলের লক্ষ্য সর্ম্পকে মাসুদ বলেন, ‘আমাদের ৪শ রান করতে হবে এবং এরপর ২০ উইকেট নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৯ সালে আমাদের শেষ সফরে এমনটা করতে পারিনি, এজন্যই এবার এটিই লক্ষ্য।’
বর্তমানে অস্ট্রেলিয়া আত্মবিশ^াসের তুঙ্গে রয়েছে বলে অকপটে স্বীকার করেছেন মাসুদ। তিনি বলেন, ‘মাঠে ভালো খেলার জন্য ইতিবাচক মনোভাব রাখতে হবে এবং যারা খেলবে তারা অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চেষ্টা করবে।’
মাসুদ জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে সফরকারী পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ার মত কন্ডিশন অনুকরণ করার চেষ্টা করেছি। যেখানে বাউন্সি উইকেট ছিল।’
অস্ট্রেলিয়ায় কোচিং করানো ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডাম হোলিওককে পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের প্রশংসা করেছেন মাসুদ।
তিনি বলেন, ‘দল এমন একজন মানুষকে নিয়োগ দিয়েছে যার সেখানকার বিষয়ে জ্ঞান আছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের ব্যাপারে একজন বিশেষজ্ঞ। তার নিয়োগ ঐ কন্ডিশনে আমাদের সেরা পারফরমেন্সের সহায়তা করবে।’
মাসুদের মতে, গুরুত্বপূর্ণ সফরে বাবর আজম বড় ভূমিকা রাখবে। এজন্য বাবরকে নিয়েই দলের ব্যাটিংয়ের পরিকল্পনা করা হবে।
তিনি বলেন, ‘আমরা ভক্তদের উপভোগ্য ক্রিকেট খেরতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat