ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৩২৪৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ জানিয়েছেন যে, দুই দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্যাস সরবরাহের উন্নতি হবে। 
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট) এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে, সেদিন চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ভাসমান স্টোরেজ ও রি-গ্যাসিফিকেশন ইউনিটগুলো (এফএসআরইউ) পুনরায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
শনিবার গ্যাস সরবরাহের চাপ সন্তোষজনক না থাকলেও দুপুর ১২টা থেকে গ্যাস সরবরাহের চাপের উন্নতি হয় বলে জানান তিনি।
গ্যাস সরবরাহ বিঘিœত হওয়া অপ্রত্যাশিত উল্লেখ করে নসরুল হামিদ বলেন, এক-দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তিনি বলেন, শীত মৌসুমে সাধারণত আবাসিক এলাকায় গ্যাস সরবরাহের চাপ কমে যায়।
দেশে গ্যাসের বর্তমান চাহিদা ৩ হাজার ৮০০ এমএমসিএফডি উল্লেখ করে তিনি বলেন, সরকার ৩ হাজার ২০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করছে।
প্রতিমন্ত্রী জানান, এছাড়া গ্যাসের চাপের কারিগরি ত্রুটির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে। এতে বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে।
তিনি বলেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নিয়েছে। আবাসিক গ্রাহকদের প্রায় ৮০ শতাংশ এখন তরলীকৃত গ্যাস ব্যবহার করে।
নসরুল হামিদ বলেন, সব গ্রাহককে মিটার ব্যবস্থার আওতায় আনার চেষ্টা চলছে এবং এ পর্যন্ত সাড়ে চার লাখ গ্যাস মিটার বসানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে সর্বত্র গ্যাস মিটার চালু করা। আমরা দীর্ঘদিন ধরে গ্যাস মিটার বসানোর চেষ্টা করছি। কিন্তু পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে অনেক দেরি হয়ে গেছে। ইতোমধ্যে সে সমস্যার সমাধান হয়েছে। এখন বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের একটি উন্নয়ন সংস্থা এ খাতে অর্থায়ন করছে।’
এদিকে জালালাবাদ গ্যাস কোম্পানির অধীনে ৫০ হাজার, কর্ণফুলীর অধীনে আড়াই লাখ এবং ঢাকায় সাড়ে চার লাখ মিটার বসানোর কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ সংকট কেটে যাবে। আমাদের প্রায় ২০ লাখ মিটার বসাতে হবে। প্রায় ৫ থেকে ৭ বছর আগে জাইকা আমাদের এ প্রকল্পের জন্য তহবিল দিয়েছিল। এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat