ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৭৯০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম দুই ইনিংসে উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৫২৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫১১ রানের জবাবে ১৬২ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করিয়ে ৩৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ১৭৯ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন উইলিয়ামসন।
মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৮০ রান করেছিলো ছয়জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা।
আজ তৃতীয় দিন বাকী ৬ উইকেটে আরও ৮২ রান যোগ করে ১৬২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির দেখা পাননি। ১৩তম টেস্ট খেলতে নামা কিগান পিটারসন সর্বোচ্চ ৪৫ রান করেন। এছাড়া ডেভিড বেডিংহাম ৩২ ও এডওয়ার্ড মুর ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার ৩টি করে এবং কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র ২টি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মত এবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন কিউই দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। লাথাম ৩ ও কনওয়ে ২৯ রান করেন।  
তিন নম্বরে নেমে ৯৭তম টেস্টে ৩১তম সেঞ্চুরি পূর্ণ করেন প্রথম ইনিংসে শতক হাঁকানো উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার হলেন উইলিয়ামসন।
দিনের শেষ ওভারের আগেরটিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্পিনার নিল ব্র্যান্ডের বলে আউট হওয়ার আগে ১৩২ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৯ রান করেন উইলিয়ামসন।
প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করা রাচিন এবার ১২ রান করেন। ড্যারিল মিচেল ১১ ও টম ব্লান্ডেল ৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্র্যান্ড দ্বিতীয় ইনিংসে শিকার করেন ২ উইকেট।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat