ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৩২৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়বারের মত আগামীকাল টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এর আগে ২০১৯ সালের মার্চে প্রথম দেখা হয়েছিলো দু’দলের। আফগানিস্তান-আয়ারল্যান্ডের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজটি আবু ধাবিতে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।
২০১৭ সালের ২২ জুন এক সাথে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান-আয়ারল্যান্ড। সহযোগী থেকে আইসিসির পূর্ণ সদস্য হয় এই দু’দল।
টেস্ট মর্যাদা পাবার পর ২০১৮ সালে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে আফগানিস্তান-আয়ারল্যান্ড। ঐ বছরের মে মাসে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেটে হেরে যায় আইরিশরা। এরপর জুনে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টে ইনিংস ও ২৬২ রানে পরাজিত হয় আফগানরা। 
অভিষেক টেস্টসহ এখন পর্যন্ত সর্বমোট ৮টি ম্যাচ খেলে ৩টিতে জয় ও ৫টিতে হেরেছে আফগানিস্তান। তাদের তিনটি জয় এসেছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে।
চলতি মাসে নিজেদের সর্বশেষ টেস্টে কলম্বোতে শ্রীলংকার কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হারে আফগানিস্তান।  
অপরদিকে এখন অবধি ৭ টেস্ট খেলে জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলংকার কাছে হেরেছে আইরিশরা। গত বছরের জুনে লর্ডসে সর্বশেষ টেস্ট খেলেছিলো দলটি। ইংল্যান্ডের কাছে ঐ ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো আয়ারল্যান্ড। 
২০১৯ সালের ১৫ মার্চ নিজেদের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিলো আফগানিস্তান-আয়ারল্যান্ড। ভারতের দেরাদুনে হওয়া ঐ ম্যাচে ৭ উইকেটে জয় পায় আফগানরা। ঐ সাক্ষাতের পর পাঁচ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দু’দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের নবম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। হারের বৃত্ত ভেঙ্গে প্রথমবারের মত টেস্ট জয়ের স্বাদ নিতে বদ্ধপরিকর আয়ারল্যান্ড।
একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান-আয়ারল্যান্ড। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat