ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইনজুরি কাটিয়ে চার মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে হারলো আফগানিস্তান। গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। যার মাধ্যমে  আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন রশিদ।
শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার এন্ডি বলবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪শ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং।
এরপর রশিদ ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে তোপে  লরকান টাকার ৪, কার্টিস ক্যাম্ফার ০ ও নিল রক ১ রানে আউট হলে  চাপে পড়ে  আইরিশ  মিডলঅর্ডার।  এতে ৭২ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড।
তবে এক প্রান্ত আগলে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন হ্যারি টেক্টর। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন টেক্টর। আফগানিস্তানের রশিদ ৩টি ও খারোতে ২ উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এতে ৮ বল বাকী থাকতে ১১১ রানে অলআউট হয় আফগানরা। উইকেটরক্ষক মোহাম্মদ ইশরাক সর্বোচ্চ ৩২ ও মোহাম্মদ নবি ২৫ রান করেন। আয়ারল্যান্ডের বেন হোয়াইট ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে আয়ারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat