ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৭৬৫৮৭৮৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশালে ঈদুল আজহাকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে পাতার হোগলা ও মাংস কাটার খাটিয়ার। নগরীসহ জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে বিক্রি হচ্ছে এসব হোগলা ও তেঁতুল গাছের গুঁড়ির খাটিয়া। ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ব্যবসায়ীরা।
সরোজমিনে একাধিক বাজার ঘুরে দেখা গেছে, ক্ষুদ্র ও মাঝাড়ি ব্যবসায়ীরা হোগলা পাতার তৈরী হোগলা ও তেঁতুল গাছের গুঁড়ির খাটিয়ার পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন বাজার এবং নগরীর মোড়ে মোড়ে। তাদের কাছ থেকে ক্রেতারা দাম-দর করে এসব কিনে নিয়ে যাচ্ছেন। নগরীর সাগরদী বাজার, চকেরপুল হাটখোলা, বাকঁলার মোড় ও চৌমাথা বাজার এলাকায় হোগলা পাতার সমন্বয়ে তৈরি হোগলা (চাটাই) তেঁতুল গাছের গুঁড়ির খাটিয়া নিয়ে বসেছেন একাধিক ব্যবসায়ী।
এ বিষয়ে নগরীর বাকঁলার মোড় হোগলা ও খাটিয়া ব্যবসায়ী সুখরঞ্জন মন্ডল ও সাইদুল ইসলাম জানান, কোরবানীর ঈদের কথা মাথায় রেখে প্রতি বছরই এগুলো বিক্রি করেন তারা। কোরবানির পশুর মাংস কাটতে গাছের খাটিয়া ও হোগলা বেশ জনপ্রিয়। তাই আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন কাঠের স্ব-মিল থেকে খাটিয়া ও বিভিন্ন গ্রাম থেকে পাইকারী হোগলা এনে বিক্রি করছেন তারা।  
সুখরঞ্জন ও সাইদুল আরো জানান, চার হাত প্রস্থ ও পাঁচ হাত লম্বা প্রতিটি হোগলার দাম সাড়ে ৩’শ থেকে ৫’শ টাকা। তবে ঈদের সময় যতো ঘনিয়ে আসছে ততো চাহিদা বাড়ছে হোগলা ও খাটিয়ার। আর চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকলে আরো দাম বেড়ে যেতে পারে। অপরদিকে কাঠের খাটিয়া বিক্রি হচ্ছে ২শ’ থেকে ৪শ’ টাকায়।
এ প্রসঙ্গে হোগলা ও খাটিয়া ক্রয় করতে আসা এডভোকেট জাকির মোল্লা ও মুদি ব্যবসায়ী আমির হোসেন জানান, তুলনামূলক গত বছরের চেয়ে এ বছর হোগলা ও খাটিয়ার দাম বেশি। তারপরও কোরবানীর ঈদে হোগলা ও খাটিয়া যখন লাগবেই তখন একটু আগেভাগেই কিনতে চলে এলাম। তাছাড়া, কোরবানীর ঈদের সাথে এসব উপকরনের পারস্পারিক সর্ম্পক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat