ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৪৩৪৫৩৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভারনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডির) ২য় পর্যায় প্রকল্পের আওতায় সমাজের দুস্থ, গরীব ও অসহায় পরিবারের উপকারভোুগীদের শনাক্তকরণ বিষয়ক একদিনের এক কর্মশালা জেলার পাচঁবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
”শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’’ এ প্রতিপাদেকে সামনে রেখে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সমাজের দুস্থ, গরীব ও অসহায় পরিবারের উপকারভোগীদের শনাক্তকরণ বিষয়ক একদিনের ওই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডির) ২য় পর্যায় প্রকল্পের আওতায় সমাজের দুস্থ, গরীব ও অসহায় পরিবারের উপকারভোুগীদের শনাক্তকরণ বিষয়ক কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার । অনুষ্ঠানে প্রধান অতিথি হি সেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়নুন নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান প্রমূখ।
পাচঁবিবি উপজেলার সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ওই কর্মশালায়  অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat