জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জেলায় আজ বেলা ১১ টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় জাতির পিতার শাহাদাত বার্ষিকীর বিভিন্ন
কর্মসূচির মধ্যে রয়েছে- সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতার গৌরবোজ্জল কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা।
এছাড়া জেলা পরিষদ, পৌরসভা, সব উপজেলা প্রশাসন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা-আলাদা কর্মসূচির মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবে। বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।
আজকের এই প্রস্তুতি সভায় একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এসব কর্মসূচির মধ্যে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, যুব উন্নয়ন অধিদপ্তরের যুবকদের মধ্যে চেক বিতরণও রয়েছে।
প্রস্তুতি সভায় পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, উপ-পরিচালক সমাজসেবা ইকবাল কবীর, বিভিন্ন প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজনীতিবিদদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. কানাই লাল বিশ^াস, জেলা শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক মো. বাদশা মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য গোপাল বসু, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চান, সাংবাদিক গৌতম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।