মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউড অভিষেকেও বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন মানসী চিল্লার। এরইমধ্যে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার, ভিকি কৌশলের মতো তারকার সঙ্গে। তবে এখন অবধি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা 'তেহরান'। সিনেমাটিতে তিনি জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধেছেন। এরইমধ্যে সিনেমাটি ঘিরে বেশ কৌতূহলও তৈরি হয়েছে। যা দেখে বেশ আশাও প্রকাশ করেছেন মানসী।
তার মতে, অগের সিনেমাগুলো সেভাবে ব্যবসা করতে না পারলেও ‘তেহরান’ সেই রেকর্ড ভেঙে দেবে। এই সিনেমাটি তাকে অভিনেত্রী হিসেবে অবস্থান তৈরি করে দেবে।
ভারতীয় গণমাধ্যমে মানসী বলেন, 'দেখুন, একজন অভিনেত্রী হিসেবে নিজের সেরাটা উজাড় করে দিলেও সিনেমাটির ফলাফল তার নিয়ন্ত্রণে থাকে না। সব সিনেমা যে ভালো ব্যবসা করবে এমনও না। তবে আমার বিগত সিনেমাগুলো বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও এতে আমি হতাশ নই। বরং আমি কাজ করে যেতে চাই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ধারণা আছে, যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা অভিনয় জানেন না। আমি এই ধারণা ভাঙার মিশনে নেমেছি।'