ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ২৩৪৩৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিততে ২ উইকেট হাতে নিয়ে ১৫ বলে ১ রান দরকার ছিলো ভারতের। কিন্তু ৪৮তম ওভারে পরপর দুই বলে শেষ দুই উইকেট হারিয়ে নিশ্চিত জয় হাতছাড়া করেছে  ভারত। ম্যাচটি টাই হওয়ায় হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। পক্ষান্তরে,২৩০ রানের পুঁজি নিয়েও দলের লড়াকু মনোভাবে খুশি শ্রীলংকার নতুন অধিনায়ক চারিথ আসালঙ্কা।  
গতরাতে কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩০ রান করে শ্রীলংকা। জবাবে ৪৭ দশমিক ৩ ওভারে ৮ উইকেটে লংকানদের সমান ২৩০ রানে পৌঁছে  ভারত। শেষ ১৫ বলে ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১ রান দরকার ছিলো তাদের।
কিন্তু ৪৮তম ওভারের চতুর্থ বলে ভারতের শিবম দুবেকে এবং পঞ্চম বলে অর্শদীপ সিংকে লেগ বিফোর আউট করে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দলের অধিনায়ক ও স্পিনার আসালঙ্কা। ১৩ বল বাকী থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় ভারত। ফলে ভারত-শ্রীলংকার মধ্যকার শ^াসরুদ্ধকর প্রথম ওয়ানডে ম্যাচটি টাই হয়। ওয়ানডে ইতিহাসে এটি ৪৪তম টাই ।
হাতের মুঠোয় থাকা ম্যাচে জয় না পাওয়ায় হতাশ ভারত অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘টার্গেট স্পর্শ করা যেতো। এজন্য ভালো ব্যাটিং করতে হবে। আমরা ভালো ব্যাটিং করেছি কিন্তু ধারাবাহিক ছিলো না। ভালো শুরু করলেও, আমরা জানতাম স্পিনাররা আক্রমনে এলে খেলার চিত্র বদলে যাবে। কিছু উইকেট হারিয়ে আমরা পিছিয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের জুটিতে আমরা ম্যাচে ফিরেছিলাম। কিন্তু ১৪ বলে এক রান করতে না পারাটা হতাশার। ম্যাচটি এমন অবস্থায় ছিল না যে, আপনাকে শট খেলতে হবে। নিজের স্বাভাবিক খেলাটা খেলা উচিত ছিলো। আমরা যেভাবে লড়াই করেছি তাতে গর্বিত। আমাদের এক্সাইটমেন্ট  ধরে রাখা গুরুত্বপূর্ণ ছিল।’
স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পরও ওপেনার পাথুম নিশাঙ্কা ও দুনিথ ওয়েলালাগের হাফ-সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। নিশাঙ্কা ৫৬ ও সাত নম্বরে নেমে অপরাজিত ৬৭ রান করেন ওয়েলালাগে। এরপর শ্রীলংকার চার স্পিনারের দারুন বোলিংয়ে জয় বঞ্চিত হয় ভারত। হাসারাঙ্গা-আসালঙ্কা ৩টি করে, ওয়েলালাগে ২টি ও আকিলা ধনাঞ্জয়া ১টি উইকেট নেন।
দলের পারফরমেন্সে খুশি শ্রীলংকার অধিনায়ক আসালঙ্কা। তিনি বলেন, ‘আমরা মনে করি লড়াই করার জন্য ২৩০ রান যথেষ্ট ছিল। ভারতকে আরও আগে আটকে দিতে আমাদের আরও ভাল করা উচিত ছিল। বিকেলে বোলিং করা সহজ ছিলো না। কিন্তু যখন লাইট জ্বলে উঠলো, তখন ব্যাটিং সহজ হয়ে যায়। বাঁ-হাতি ব্যাটার থাকায় আমি ভেবেছিলাম পরিস্থিতির সুবিধা নিতে আমি বোলিং করতে পারি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। বিশেষভাবে ওয়েলালাগে এবং নিশাঙ্কার ভালো ব্যাটিং করেছে।’
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat