ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২৩৪৩৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুবই বেদনাদায়ক এক ঘটনা ঘটে গেছে যুক্তরাষ্ট্রের গায়িকা মারায়া ক্যারির জীবনে, তার মা ও বোন একই দিনে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।বিবিসি জানিয়েছে, ক্যারি এক বিবৃতিতে জানিয়েছেন, তার মা প্যাট্রিসিয়া এবং বোন অ্যালিসন মারা গেছে গত সপ্তাহের শেষ দিনে।পাঁচবারের গ্র্যামিজয়ী গায়িকা ক্যারি সোমবার (২৬ আগস্ট) বলেছেন, ‘আমার মন ভেঙে গেছে।’ তবে দুজনের কারো মৃত্যুর কারণ বিবৃতিতে বলেননি ক্যারি।
এই শিল্পীর মা প্যাট্রিসিয়ার বয়স হয়েছিল ৮৭ বছর, তিনি একজন অপেরা শিল্পী ছিলেন।
২০২০ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘দ্য মিনিং অব মারায়া ক্যারি’তে মায়ের সঙ্গে নিজের অম্নমধুর সম্পর্কের কথা প্রকাশ করেন ক্যারি। ৫৫ বছর বছর বয়সী ক্যারির ভাষ্য ছিল, মা-মেয়ের সম্পর্কে ক্যারিয়ার নিয়ে প্রতিযোগিতার বিষয়টি চলে এসেছিল।
ক্যারির কথায়, যার সাথে পেশাগত ইর্ষা সাফল্য জড়িয়ে যায়, আর সেই মানুষটি যখন নিজের মা হন, তখন ব্যাপারটি বিশেষভাবে ‘বেদনাদায়ক’। তবে মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথাও তিনি প্রকাশ করেছেন সেই বইয়ে।
বইয়ের উৎসর্গপত্রে এই গায়িকা লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি, তিনি সংগীতের মাধ্যমে (প্যাট্রিসিয়া) তার সেরা কাজ করে চলেছেন। আমি তোমাকে সবসময় ভালোবাসব।’
বই প্রকাশের দুবছর পর এক সাক্ষাৎকারে গায়িকা বলেছিলেন, তার বড় হওয়ার সময় তার মায়ের কাছ থেকে যেসব বিষয়ে সাবধানবাণী বা সমালোচনা পেয়েছিলেন, সেসব তার জীবনে ‘প্রভাব’ ফেলেছিল।
বিবিসি লিখেছে, বড় বোন ৬৩ বছর বয়সী অ্যালিসনের সঙ্গেও সম্পর্কে ‘জটিলতা’ ছিল মারায় ক্যারির। স্মৃতিকথায় তিনি লিখেছেন, বড় বোন অ্যালিসন এবং বড় ভাই মরগানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এবং এই বিচ্ছিন্নতায় তিনি শারীরিক ও মানসিকভাবে ‘নিরাপদ’ বোধ করছেন।
ওই স্মৃতিকথা প্রকাশের পর ‘মানসিক আঘাত’ পাওয়ার অভিযোগে ১.২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে গায়িকার বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন তার বড় বোন।এর আগে ২০২২ সালে বাবা আলফ্রেডকে হারান মারায়া ক্যারি।যুক্তরাষ্ট্রে তাকে অন্যতম একজন সফল গায়িকা ধরে নেওয়া হয়। তার হলিডে সিঙ্গেল ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ এখন পর্যন্ত কোনো নারী শিল্পীর সবচেয়ে বেশী বিক্রি হওয়া ক্রিসমাসের রেকর্ড। ক্যারি গানের রিয়েলিটি শো আমেরিকান আইডল বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat