ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ২৩৪৩৪৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন চলছে সাজ সাজ রব। এ উৎসবকে ঘিরে জয়পুরহাটের বিভিন্ন পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা-শিল্পীরা।
জেলার পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় উৎসব উদযাপনের জন্য সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপের জন্য ইতোমধ্যে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারও শারদীয় উৎসবকে ঘিরে ঢাকের তালে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে করেছে । শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়পুর হাটে এসেছেন দেবী তৈরির কারিগরেরা। তারা দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে।
জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায় , খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা। পূজার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু ম-পে প্রতিমা তৈরির  কাজ শেষে চলছে রঙের কাজ। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে আসা প্রতিমা তৈরি প্রধান কারিগর স্বপনীল ও সহকারী হিমেলের সঙ্গে কথা হয় জেলা শহরের ঐতিহ্যবাহী শিবমন্দির চত্বরে। তারা জানান, প্রতি বছরের মতো এবারও জেলায় পাঁচটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন । শেষ পর্যায়ে এখন রঙের কাজ করছেন বলে জানান তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় এবার ২শ ৯০টি মণ্ডপে দূর্গাপূজার আয়োজন চলছে । এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ১১৩ টি, কালাই উপজেলায় ২৩ টি, ক্ষেতলাল উপজেলায় ৪০ টি , আক্কেলপুর উপজেলায় ৩৮ টি ও পাঁচবিবি উপজেলায় ৭৬ টি।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব এ্যাড. স্বপন তালুকদার বলেন, প্রত্যেক মণ্ডপে আমাদের নিজস্ব সেচ্ছাসেবক দল কাজ করছে । প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়াও বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলগুলোও যোগাযোগ রাখছে বলেও জানান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, প্রতিটি পুজা মণ্ডপে ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে । সাধারণ পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মাঠে সেনাবাহিনীর মোবাইল টিম কাজ করবে বলেও জানান তিনি। পূজার সার্বিক নিরাপত্তা ও মনিটরিং জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্যাপন করতে পারেন সেজন্য সরকারি ভাবে প্রতিটি মন্ডপের জন্য ইতোমধ্যে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জেলার সবখানে। এ ছাড়া ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমী ও ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গপূজার পরিসমাপ্তি ঘটবে বলে জানান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat