ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ৫৫৪৫৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ইনিংসে ৫শ রান করেও ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে  হারতে হলো স্বাগতিক পাকিস্তানকে।  তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন আজ ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার এশিয়ার মাঠে ইনিংস ব্যবধানে টেস্ট জিতলো ইংলিশরা।
সর্বশেষ ২০০৪ সালে ঘরের মাঠে টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিলো পাকিস্তান। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ম্যাচের এক ইনিংসে ৫শ রান করে হেরে যাওয়ায় রেকর্ড বইয়ে নাম লেখালো  পাকিস্তান।
প্রথম ইনিংসে ২৬৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫২ রান করেছিলো পাকিস্তান। ৪ উইকেট হাতে নিয়ে ১১৫ রানে পিছিয়ে ছিলো তারা। সালমান আগা ৪১ ও আমের জামাল ২৭ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিলো ইংল্যান্ড। আজ, পঞ্চম দিন বাকী ৪ উইকেটে ৬৪ রানের বেশি যোগ করতে পারেনি পাকিস্তান। ২২০ রানে গুটিয়ে টানা ষষ্ঠ টেস্ট হারে তারা। এর আগেও ২০১৬-১৭ এবং ২০১৮-১৯ মৌসুমে টানা ছয়টি করে ম্যাচ হেরেছিলো পাকিস্তান।
সালমান  করেন ৬৩ রান । জামাল ৫৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ১০ ও নাসিম শাহ ৬ রান করেন। ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ ৩০ রানে ৪, গাস অ্যাটকিনসন ও ব্রাইডেন কার্স ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৩১৭ রানের সুবাদে ম্যাচ সেরা হন হ্যারি ব্রুক।
প্রথম শ্রেনির ক্রিকেটে এক ইনিংসে ৫৫০ রানের বেশি করেও ম্যাচ হারা দ্বিতীয় দল পাকিস্তান। ২০২২ সালে গ্লামোরগানের কাছে হেরেছিলো প্রথম ইনিংসে ৫৮৪ রান করা লিচষ্টারশায়ার।
এই নিয়ে ঘরের মাঠে টানা ১১ টেস্টে জয়হীন পাকিস্তান। এর আগে ১৯৬৯ ও ১৯৭৫ সালেও ঘরের মাঠে টানা ১১ ম্যাচে জয়হীন ছিল পাকিস্তান।
অধিনায়ক হবার পর প্রথম ৬ টেস্টেই হারলেন পাকিস্তানের শান মাসুদ। এর আগে টেস্ট ক্রিকেটে  চার অধিনায়ক নিজেদের প্রথম ছয় বা তার বেশি টেস্টেই হেরেছিলেন। সেই তালিকায় আছেন বাংলাদেশের খালেদ মাসুদ (১২), খালেদ মাহমুদ (৯) ও মোহাম্মদ আশরাফুল (৮) এবং জিম্বাবুয়ের গ্রায়াম ক্রেমার (৬)। আগামী ১৫ অক্টোবর মুলতানেই সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat