ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ৩৪৫৫৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে বেলজিয়ামে বিক্ষোভ করেছেন ৩২ হাজার মানুষ। সমাবেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

গত রোববার রাজধানী ব্রাসেলসে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩২ হাজার বিক্ষোভকারী অংশ নেন। এ সময় যুদ্ধ বিরতির দাবির সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞা আরোপে চাপ প্রয়োগের জন্য বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানান।
 
ব্রাসেলস থেকে এএফপি জানায় কয়েকটি সুশীল সমাজের সংস্থার একটি জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গাজায় ইসরাইল যা করছে তা যুদ্ধ নয়, সুস্পষ্ট গণ হত্যা- সমাবেশে এ ধরণের বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সমাবেশের একজন আয়োজক লুডো ডিব্র্যা বন্ডার বেলজিয়ামের মিডিয়া কোম্পানি ‘ভিআরটি’কে জানিয়েছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের দিকে মনোযোগ দেয়া হলে ও বেলজিয়াম এখনো যুদ্ধবিরতির দায়িত্ব নিতে পারে বা পথ দেখাতে পারে।’

তবে তিনি উল্লেখ করেন, বেলজিয়াম এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। যেমন স্পেন ও আয়ারল্যান্ড এরমধ্যেই স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের প্রতিশোধমূলক হামলার পর ইসরাইল গাজায় বর্বরোচিত হামলা অব্যাহত।
 
নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা বন্ধ করছে না।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪২ হাজার ৬শ’ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এতে প্রায় দেড় হাজার  মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat