ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৩৪৪৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে কৃষক তখলিছ মিয়া হত্যা মামলায় লিটন মিয়া (৩৫) ও মো. সুমন মিয়া (৩৩) নামের দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ১০ হাজার টাকা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।
আজ বুধবার দুপুর পৌণে ১টায় জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন।পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহের  বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, জগন্নাথপুর উপজেলার দাওরাই জামারগাঁও গ্রামের বারিক মিয়ার ছেলে।মামলার বিবরণে জানাযায়, উপজেলার দাওরাই জামারগাঁও গ্রামের তখলিছ মিয়া ও একই গ্রামের বারিক মিয়ার মধ্যে বেশ কিছু দিন ধরে বসত বাড়ির চলাচলে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২০২০ সালের ২৩ মে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তখলিছ মিয়া গরু নিয়ে বাড়ির রাস্তা দিয়ে বসত বাড়িতে উঠার সময় লিটন মিয়া, সুমন মিয়া তাদের বাবা বারিক মিয়াসহ আসামিরা তখলিছ মিয়ার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। 
প্রতিপক্ষের হামলায় তখলিছ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে তার ছেলে কবির মিয়া সহ স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে জগন্নাথপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ মে উন্নয়ন চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ২৫ মে রাতে তখলিছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনায় তখলিছ মিয়ার ছেলে মো. কবির মিয়া বাদী হয়ে ২৬ মে জগন্নাথপুর থানায় ১২ জন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। এছাড়া এ মামলায় আদালত আসামি ময়না মিয়া, মো. খোকন মিয়া, শায়েখ মিয়া, বারিক মিয়া, সোনাফর মিয়া, রুহুল আমিন ও  ইয়াছিন মিয়াকে বেখসুর খালাস দেন এবং সাজু মিয়া, ইমন মিয়া ও হুসাইন মিয়া শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat