ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৩৪৪৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে কৃষক তখলিছ মিয়া হত্যা মামলায় লিটন মিয়া (৩৫) ও মো. সুমন মিয়া (৩৩) নামের দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ১০ হাজার টাকা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।
আজ বুধবার দুপুর পৌণে ১টায় জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন।পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহের  বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, জগন্নাথপুর উপজেলার দাওরাই জামারগাঁও গ্রামের বারিক মিয়ার ছেলে।মামলার বিবরণে জানাযায়, উপজেলার দাওরাই জামারগাঁও গ্রামের তখলিছ মিয়া ও একই গ্রামের বারিক মিয়ার মধ্যে বেশ কিছু দিন ধরে বসত বাড়ির চলাচলে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২০২০ সালের ২৩ মে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তখলিছ মিয়া গরু নিয়ে বাড়ির রাস্তা দিয়ে বসত বাড়িতে উঠার সময় লিটন মিয়া, সুমন মিয়া তাদের বাবা বারিক মিয়াসহ আসামিরা তখলিছ মিয়ার উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। 
প্রতিপক্ষের হামলায় তখলিছ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে তার ছেলে কবির মিয়া সহ স্বজনরা সঙ্গে সঙ্গে তাকে জগন্নাথপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ মে উন্নয়ন চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ২৫ মে রাতে তখলিছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনায় তখলিছ মিয়ার ছেলে মো. কবির মিয়া বাদী হয়ে ২৬ মে জগন্নাথপুর থানায় ১২ জন কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আজ দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। এছাড়া এ মামলায় আদালত আসামি ময়না মিয়া, মো. খোকন মিয়া, শায়েখ মিয়া, বারিক মিয়া, সোনাফর মিয়া, রুহুল আমিন ও  ইয়াছিন মিয়াকে বেখসুর খালাস দেন এবং সাজু মিয়া, ইমন মিয়া ও হুসাইন মিয়া শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat