ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৪৩৩৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এ দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও সংকট এখনো কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক শত্রু আছে। সেটা পার্শ্ববর্তী দেশ হোক বা আর কেউ। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।’

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’- শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, দেশে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। কারণ, এ দেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারেনি। দেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে। এরপরেও দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পেলে সংকট কেটে যাবে। 

শামসুজ্জামান দুদু বলেন, যদি আগের মতো কথা দিয়েও কথা না রাখা হয়। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে।

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, আমরা আশা করবো সরকারের স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজনের উদ্যোগ হাতে নেবেন। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি কথা না রাখা হয় এবং স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে ঘাটতি থাকে, তাহলে আবারো দেশ ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন, সেই সব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুণ- এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনঃর্নিমাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। এটা খুবই দুঃখজনক। 

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানকালে ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, জানি না এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। তবে নির্বাচন দিকে যত দেরি হবে, ষড়যন্ত্রকারী ও স্বৈরাচারের দোসররা তত সুযোগ পেয়ে যাবে। এতে দেশে সংকট বাড়বে।  

ছায়াবীথি প্রকাশনী আয়োজিত এই প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রোগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বইয়ের লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat