ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৩৪৫৪৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত নিষ্পাপ শিশুটির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলার শ্রীপুর উপজেলার একটি গোরস্থানে তিনি শিশুটির কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতের পর স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

তিনি বলেন, নিহত শিশুটির ঘটনায় যে মামলার জন্য ৯০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, ৯১ দিন হলে আমরা তা মানবো না।

তিনি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে বলেন, ‘অপসংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় বিচার সঠিকভাবে হয়নি। কয়েকটি ফাঁসির দণ্ড কার্যকর হলেও বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’

এ সময় সাংবাদিকরা অভিযুক্তদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং ভাঙচুরের ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘যেখানে বিচার প্রক্রিয়া চলছে, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’

তবে তিনি স্বীকার করেন যে, জনরোষের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘অনেকে সাতদিনের মধ্যে বিচার শেষ করার কথা বলছেন, তবে আমরা একমত নই। কারণ মামলার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, যা সঠিক বিচার নিশ্চিত করতে সময় নেবে। তাই ৯০ দিনই যথাযথ সময়।’

বক্তব্য শেষে শফিকুর রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাদের প্রতি সমবেদনা জানান এবং শিশুটির পরিবারকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। বেলা ১১টার পর তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat